আপনার কি গ্রাজুয়েশনের পর অন্তত ২ বছর বা তার বেশি Job Experience আছে ? তাহলে আপনি কানাডার Provincial Nomination Program (PNP) এর মাধ্যমে অ্যাপ্লাই করে খুব সহজেই সপরিবারে কানাডায় স্থায়ী ভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।
আপনার ফাইল আজই রেডি করে আবেদন করার জন্য তৈরি থাকুন। আপনি বসে থাকলেও অন্য কেউ এবং সময় দুটোর কোনটাই আপনার জন্য বসে থাকবে না।
আমরা প্রায়ই দেখি যে আমাদের পোস্ট পড়ার পর অনেকেই আবেদন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হল যখন আমরা কাজ শুরু করতে যাই তখন দেখি অনেকেরই আবেদন করার পূরণীয় শর্তগুলোর অনেক গুলোই অসম্পূর্ণ থাকে বিধায় আমাদের পক্ষে আর কাজ করা সম্ভব হয় না। যদি আপনি মনে করে থাকেন যে আপনি আপনার ইচ্ছে মত যখন খুশি আবেদন করতে পারবেন তো আপনি এখনো অন্ধকারেই দুবে আছেন। একটি ফাইল রেডি করে আবেদন জমা করা পর্যন্ত ৪/৬ মাস পর্যন্ত সময় লাগে।
তাই আর দেরী না করে আজই প্রস্তুতি নেয়া শুরু করুণ।
কারা আবেদন করতে পারবেন ?
– – – – – – – – – – – – – – – – – – – – – –
=> Software Developer / Programmer / Network Engineer / IT Professionals এবং এই সম্পর্কীয় অন্যান্য লোক জন।
=> Civil / Mechanical / Electrical / Chemical সহ সব ধরণের Engineer।
=> University Lecturer, Professor।
=> Banker, Manager, HR, Admin, BBA/ MBA, Finance, Accounting, Agriculture, Garments ইত্যাদি সেক্টরে থাকা পেশাজীবিরা।
=> Social Worker/ NGO Professionals
যে সকল Province এ আবেদন প্রক্রিয়া চালু আছেঃ
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
=> New Brunswick
=> Manitoba
=> Saskatchewan
=> Prince Edward Island
খুব শিগগিরই আবেদন জমা নেয়া শুরু করবেঃ
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
=> Ontario
=> Nova Scotia
IELTS এর যোগ্যতাঃ
– – – – – – – – – – – – – –
যাদের IELTS স্কোর 5.5 Point বা এর কম তারাও আবেদন করতে পারবেন।
সারসংক্ষেপঃ
– – – – – – – – –
=> PNP এর মাধ্যমে IT Professional’দের জন্য New Brunswick Province এ সরাসরি আবেদনের সুযোগ। (Software Engineer, Developer, Programmer, IT Analyst ইত্যাদি কর্মজীবীরা আবেদন করতে পারবেন।
=> Manager, University Lecturer, HR, Admin, BBA/ MBA, Finance, Accounting ইত্যাদি পেশাজীবিদের জন্য এখন চালু আছে New Brunswick, Manitoba, Saskatchewan এবং Prince Edward Island PNP.
=> কিছুদিনের মধ্যেই চালু হচ্ছে Ontario এবং Nova Scotia PNP Program.
=> Provincial Program এ অ্যাপ্লাই করে আপনি সহজেই Express Entry Profile এ অতিরিক্ত ৬০০ পয়েন্ট যোগ করে দ্রুত কানাডায় মাইগ্রেট হতে পারবেন।
শর্তঃ
– – – –
গ্রাজুয়েশনের পর ন্যুনতম ২ বছর বা তার বেশি Job Experience থাকতে হবে এবং উপরে উল্লেখিত ট্রেড স্কিল এর হতে হবে।
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
কানাডার বিভিন্ন Provincial Program সাধারনত অল্প সময়ের জন্য Open থাকে, তাই অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই আপনাকে দ্রুত সব ধরণের Documents প্রস্তুত রাখতে হবে। তাই এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কানাডিয়ান সরকার অনুমোদিত ইমিগ্রেশন আইনজীবির মাধ্যমে আপনাকে সব ধরণের পরামর্শ ও সহযোগিতা দিতে প্রস্তুত।
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
ফ্রি অ্যাসেসমেন্ট বা আরও বিস্তারিত জানতে, সঠিক পরামর্শ অথবা সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
সতর্কতাঃ
———–
প্রদত্ত সকল তথ্য সংশ্লিষ্ট সংস্থা বা দেশের বর্তমান ও প্রচলিত আইন বা নিয়ম অনুযায়ী। সংশ্লিষ্ট বিভাগ, সংস্থা বা সরকার তা যে কোন সময় পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এবং বাতিল করতে করতে পারে।
© All Rights Reserved BICAVS 2012-2020