আবারো ধন্যবাদ সবাইকে। গত পোস্ট এর পর যারা এখনো ভেবে উঠতে পারছেন না যে কি করা উচিৎ বা এখনো কোন কোন ক্ষেত্রে কানাডা বা অস্ট্রেলিয়া’র মাইগ্রেশন পক্রিয়ার কিছু ব্যপারের সাথে আপনাদের যোগ্যতা মিলছে না বা সুযোগ পাবার সম্ভাবনা নিয়ে চিন্তিত তারা ডেনমার্ক গ্রিন কার্ড স্কিমের জন্য চেষ্টা করে দেখতে পারেন।
আসল কথায় আসা যাক, আপনি যদি শিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মী হয়ে থাকেন এবং আপনার কমপক্ষে ১ বছরের ব্যয় নিবারণের জন্য ফান্ড সাপোর্ট থাকে আর আপনার স্বপ্ন যদি হয় ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে কোন দেশে কাজ, বসবাস এবং স্থায়ী হবার তবে ডেনমার্ক গ্রিন কার্ড স্কিমটি আপনার জন্য উপযুক্ত।
এই স্কিমের আওতায় নন-ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশের অভিবাসিগন প্রাথমিক অবস্থায় ৩ বছরের গ্রিন কার্ড পারমিট ভিসা বা ওয়ার্ক পারমিট (পরবর্তীতে নবায়ন যোগ্য) নিয়ে কাজ খোঁজতে ডেনমার্ক আসতে পারবেন। যদি আপনি এই স্কিমের ন্যূনতম শর্ত সমূহ পূরণ করতে পারেন তবে এর আওতায় আপনি আপনার আবেদনটি জমা করতে পারবেন এবং সর্বোচ্চ ৫/৬ মাসের মধ্যে ডেনিশ ভিসা পেতে পারেন। এই ৩ বছরের মধ্যে যখনই আপনি কাজ পেয়ে যাবেন তখনই ডেনমার্ক সরকার হতে ডেনিশ গ্রিন কার্ড পেয়ে যাবেন, যা আপনার ডেনমার্ক সহ সেনজেন ভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় ২৯টি দেশের (ইউকে সহ) যে কোন দেশে বৈধ ভাবে বসবাস এবং কাজের অনুমতি। এটি স্কিলড প্রফেশনালদের জন্য একটি চমৎকার সুযোগ যারা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে কোন দেশে তাদের ক্যারিয়ার এবং জীবন গড়তে চান।
উল্লেখ্য বর্তমানে ডেনমার্ক সহ ইইউ ভুক্ত দেশ সমূহে বেশ কিছু পেশা শ্রেণীতে দক্ষ লোকের ঘাটতি রয়েছে। ইইউ ভুক্ত অনেক দেশই তাদের দেশে যে কোন ভিসাতে সরাসরি লোক প্রবেশের ক্ষেত্রে প্রতি বছরই কড়াকড়ি আরোপ করছে আর কাজের সুযোগও সীমিত করে ফেলেছে অথবা বর্তমানে সুযোগ নাই বললেই চলে। কিন্তু এই একটি মাত্র দরজা এখনো খোলা আছে যা বৈধ এবং স্থায়ী। আর যার সুবিধা অসীম।
আপনি শুধু একবার চিন্তা করুণ আপনিশুধুমাত্র একটি দেশের ভিসা নিয়ে আরও ২৯টি দেশে বিনা-ভিসায় যাতায়াত করতে, কাজ করতে এমনকি বসবাস করতেও পারছেন। এটা কি সুবর্ণ সুযোগ নয় ?
ডেনিশ বা ডেনমার্ক গ্রিন কার্ডের কিছু সাধারণ নিয়মাবলীঃ
১। এই স্কিমের আওতায় আপনি প্রাথমিক ভাবে ৩ বছরের টেম্পোরারি রেসিডেন্সি পারমিট পাবেন। ভিসার মেয়াদ শেষ হবার ১ বছর পূর্বে নবায়নের জন্য আবেদন করলে পরবর্তীতে তা আরও ৪ বছর পর্যন্ত বর্ধিত হবে।
২। বিগত ১২ মাস যাবত প্রতি সপ্তাহে যদি আপনি কমপক্ষে ১০ ঘণ্টা করে কাজ করেন সেক্ষেত্রেও আপনার রেসিডেন্স পারমিট নবায়ন হবে।
৩। এই স্কিমের আওাতায় আসার ৭ম বছরের মাথায় আপনি ডেনমার্কের পার্মানেন্ট রেসিডেন্সি এবং সিটিজেনশিপ লাভ করবেন। এর ফলে ইইউ ভুক্ত যে কোন দেশে আপনি ঐ দেশের নাগরিকের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
৪। গ্রিন কার্ড হোল্ডাররা ফ্রি ভাবে কোন ভিসা ছাড়াই ইইউ ভুক্ত সেনজেন দেশ সমূহে বিনা বাঁধায় যাতায়াত করতে পারবেন।
৫। গ্রিন কার্ড হোল্ডাররা তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও ডেনমার্ক নিয়ে আসতে পারবেন এবং একই মাধ্যমে তারাও ডেনমার্ক এর নাগরিকত্ব এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা লাভ করবেন।
ডেনমার্ক এর অভিবাসন নীতিঃ
ডেনমার্ক যাবার জন্য বর্তমানে বেশ কিছু প্রোগ্রাম চালু আছে। যেমন,
১। Substance of Immigration Eligibility
২। Family based Sponsorship
৩। Posted Employees
৪। Employment Based Sponsorship Fast Track…“Pay Limit” Scheme, “Positive List” Scheme, “Corporate” Scheme, “Green Card” Scheme.
ব্যতিক্রমঃ
কিছু কিছু ক্ষেত্রে ডেনমার্কে এসে কাজ বা বসবাসের জন্য পূর্ব অনুমতির দরকার হয় না। তবে তা নির্ভর করে তার/তাদের নাগরিকত্ব, কাজের ক্ষেত্র এবং সামগ্রিক অবস্থার উপর। তবে এই ব্যতিক্রম নিয়মটি তখনই প্রযোজ্য হবে যদি তার/তাদের ডেনমার্কে অবস্থান ৩ মাসের বেশি দিনের জন্য না হয়।
যাদের জন্য প্রযোজ্য…
১। গবেষক বা প্রভাষক যিনি ডেনমার্কে গবেষণা কাজ বা শিক্ষা দানের জন্য আসবেন।
২। যে কোন সাংস্কৃতিক শিল্পী, বাদ্যযন্ত্র শিল্পী বা বিনোদন কর্মী যারা ডেনমার্কে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসবেন।
৩। বৈদেশিক কোম্পানির প্রতিনিধি যাদের ডেনমার্কে কোন শাখা অফিস নেই এবং যারা ব্যবসায়িক কাজে ডেনমার্ক আসবেন।
৪। বিভিন্ন মেকানিক যাদেরকে কলকারখানার যন্ত্রপাতি মেরামতের জন্য ডেনমার্ক হতে ডেকে পাঠানো হয়।
৫। বিভিন্ন খেলার খেলোয়াড় এবং প্রশিক্ষক যারা ডেনমার্কে অনুষ্ঠিত কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বা ডেনমার্কে কোন দলকে প্রশিক্ষন প্রদানে আসবেন।
যদি কোন দেশের নাগরিকের জন্য ডেনমার্কের ভিসা নেয়া বাধ্যতামূলক হয়ে থাকে তবে উপরোক্ত নিয়ম গুলো তার জন্য প্রযোজ্য হবে না।
গ্রিন কার্ড স্কিম প্রাপ্তির প্রক্রিয়াঃ
গ্রিন কার্ড স্কিম এর আওতায় কাজ এবং বসবাসের অনুমতি লাভের জন্য আপনাকে স্থানীয় ডেনমার্ক এর দূতাবাস বা কনস্যুলেট বা যদি এর কোনটিই না থাকে তবে পার্শ্ববর্তি দেশের অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দানের সময় সাধারণত আপনাকে স্ব-শরীরে উপস্থিত হয়ে তা জমা দিতে হবে যাতে করে আপানকে ভালভাবে সনাক্ত করা যায়। আবেদনের নির্ধারিত ফিস এবং প্রক্রিয়ার সময়সীমা অঞ্চল ভেদে বিভিন্ন রকম হতে পারে।
নির্ধারিত প্রক্রিয়ার বিপরীতে আরও একটি সাধারণ প্রযোজ্য শর্ত হল যে আপনার কাজের অভিজ্ঞতা এবং বৈধতা ডেনিশ মান অনুযায়ী হতে হবে। আর এটিও বলার অপেক্ষা রাখে না যে ডেনিশ কর্তৃপক্ষ তাদের স্বীয় কর্তব্যের আলোকে আপনার কাজ, অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা যাচাই করার অধিকার সংরক্ষণ করে।
যদি ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষ কর্তৃক আপনার আবেদনের বিপরীতে কাজ এবং বসবাসের অনুমতি লাভ করেন তবে তা প্রাথমিকভাবে ৩ বছরের জন্য প্রযোজ্য হবে। যদি আপনি এর মধ্যে কোন কাজ পেয়ে যান তবে আপনার গ্রিন কার্ড এর মেয়াদ আপনার নিয়োগ দাতার সাথে কৃত চুক্তির উপর নির্ভর করবে, তবে যদি আপনার নিয়োগের ব্যপারে কোন সময়সীমা নির্ধারণ করা না থাকে তবে তা কোন অবস্থাতেই ৪ বছরের বেশি হবে না (পরবর্তীতে নবায়ন যোগ্য)।
যদি আপনি ডেনমার্কের কোন নিয়োগ কর্তা কর্তৃক ঐ দেশে নিয়োগ লাভ করেন এবং এর মেয়াদ যদি ৩ মাসের বেশি হয় তবে আপনি একটি সিভিল রেজিস্ট্রেশন নাম্বার লাভ করবেন। এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে পরবর্তীতে আপনার জীবন বীমা, স্বাস্থ্য বীমা, আপনার সন্তানদের স্কুলে ভর্তি এবং তৎসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা পেতে এটি বিশেষ ভাবে কাজে দিবে। আপনি প্রাথমিক অবস্থায় ৩ বছরের জন্য গ্রিন কার্ড স্কিমের আওাতায় ডেনমার্ক যাবার পর কিন্তু এই সিভিল রেজিস্ট্রেশন নাম্বার পাবেন না। এই ৩ বছরের সময় আপনি এই স্কিমের আওতায় বৈধ ভাবে থাকার এবং চাকুরী বা কাজ খোঁজার সুযোগ পাবেন। কিন্তু যখনই আপনি কোন কাজ পাবেন বা যোগাড় করে ফেলবেন তখন এই নাম্বারটির সাথে সাথে আপনি টেম্পোরারি রেসিডেন্সি পারমিটও লাভ করবেন যা ৭ম বছরের মাথায় আপনাকে ঐ দেশের নাগরিকত্ব লাভের অনুমোদন দান করবে বা লাভ করবেন।
এটা মনে রাখতে হবে যে আপনি ততক্ষন পর্যন্ত সিভিল রেজিস্ট্রেশন নাম্বার পাবেন না যতক্ষন পর্যন্ত না আপনি ওয়ার্ক এবং রেসিডেন্সি পারমিট লাভ করবেন। যখন তা অর্জন করে ফেলবেন তখন সিভিল রেজিস্ট্রেশন নাম্বার এর জন্য ন্যাশনাল রেজিস্টার অব পারসন এই শাখাতে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তা অবশ্যই আপনাকে ৫ দিনের মধ্যে স্থানীয় সিটিজেন সার্ভিস সেন্টার এ রিপোর্ট করতে হবে।
প্রসেস এর সময়ঃ
ডেনিশ এলায়েন্স অ্যাক্ট এর ৯(ক) ধারা অনুযায়ী গ্রিন কার্ড স্কিম এর আওতায় কারা সুযোগ পাবে বা পাবে না তা সম্পূর্ণ ও স্বাধীন ভাবে সিন্ধান্ত নেবার ক্ষমতা কেবল ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষ এর। আর প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাধারণত ৩/৪ মাসের বেশি সময় লাগার কথা নয়। তবে যেহেতু ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষ বিভিন্ন দেশের, বিভিন্ন ধরণের আবেদন যাচাই, বাছাই এবং অনুমোদন দেয়ার কাজটি করে থাকে এবং অপর পক্ষে ডেনমার্ক এর নিয়োগদানকারী কর্তৃপক্ষ যদি ফাস্ট ট্র্যাক এর সুবিধাটি গ্রহণ না করে সাধারণ নিয়ম অনুসরন করে আপনার ফাইলটি প্রসেস করে সেক্ষেত্রে ৫/৬ মাস বা তার কম বা বেশি সময় লাগতে পারে।
জব ক্যাটাগরি বা পজিটিভ লিস্টঃ
The Danish Agency for Labour Retention and International Recruitment যা পূর্বে Danish Immigration Services নামে পরিচিত ছিল, যা কোপেন-হেগেন এ অবস্থিত তাদের পজিটিভ লিস্ট অনুসারে যে সকল ক্যাটাগরির বা অকুপেশন এর দক্ষ লোকেরা ডেনমার্ক এর গ্রিন কার্ড স্কিম এর আওতায় আবেদন করতে পারবেন সেগুলো হল… ১লা জুলাই ২০১৫ অনুযায়ী (বর্তমান)
Engineering Field:
1. Mechanical engineer
Requirement: Professional Bachelor’s degree
2. Building engineer
Requirement: Professional Bachelor’s degree
3. Environmental engineer
Requirement: Professional Bachelor’s degree
4. Energy engineer
Requirement: Professional Bachelor’s degree
5. Electrical engineer
Requirement: Professional Bachelor’s degree
6. IT engineer
Requirement: Professional Bachelor’s degree
Doctor, dentist and veterinarian Filed:
1. Medical consultant
Requirement: Master’s degree + Danish authorisation*
2. Medical doctor
Requirement: Master’s degree + Danish authorisation*
3. Hospital doctor
Requirement: Master’s degree + Danish authorisation*
4. Consultant doctor/chief physician
Requirement: Master’s degree + Danish authorisation*
5. Dentist
Requirement: Master’s degree + Danish authorisation*
Health, healthcare and personal care Field:
1. Surgical nurse
Requirement: Professional Bachelor’s degree + Danish authorisation*
2. Anesthetic nurse
Requirement: Professional Bachelor’s degree + Danish authorisation*
3. Nurse
Requirement: Professional Bachelor’s degree + Danish authorisation*
4. Radiographer
Requirement: Professional Bachelor’s degree + Danish authorisation*
5. Medical laboratory technologist
Requirement: Professional Bachelor’s degree + Danish authorisation*
IT and tele communication Field:
1. IT architect
Requirement: At least three years’ IT education
2. Programmer and system developer
Requirement: At least three years’ IT education
3. IT consultant
Requirement: At least three years’ IT education
Teaching in elementary schools Field:
1. Primary and lower secondary school teacher
Requirement: Professional Bachelor’s degree + Danish official recognition*
Educational work Field:
1. Pedagogue
Requirement: Professional Bachelor’s degree
2. Social pedagogue
Requirement: Professional Bachelor’s degree
Other academic work Field:
1. Land surveyor
Requirement: Master’s degree + Danish official recognition*
2. Pharmacist
Requirement: Master’s degree + Danish official recognition*
3. Pharmacologist
Requirement: Master’s degree
4. Auditor
Requirement: Master’s degree
5. Business controller
Requirement: At least three years’ education at university level or business school level
6. Financial controller
Requirement: At least three years’ education at university level or business school level
7. Business analyst
Requirement: At least three years’ education at university level or business school level
8. Attorney
Requirement: Danish Bachelor’s and Master’s degree + Danish official recognition*
9. Legal counselor
Requirement: Master’s degree
10. Psychologist
Requirement: Master’s degree + Danish official recognition*
ডেনমার্ক ইমিগ্রেসন পয়েন্টস ক্যালকুলেটরঃ
যদিও ২০১৩ সাল হতে এই প্রোগ্রামটি চালু আছে তবে তা বর্তমানে ২০১৫ সালের মার্চ/এপ্রিল মাস হতে নতুন নিয়মের আওতায় পরিচালিত হচ্ছে। সংশধিত নতুন নিয়মের আলোকে নীচে পয়েন্ট স্কোরিং এর ব্যপারে আলোচনা করা হল।
এবার আসা যাক পয়েন্ট এর ব্যপারে। আপনাকে ডেনিশ গ্রিন কার্ড স্কিম এর আওতায় আবেদন করতে হলে কমপক্ষে ১০০ পয়েন্ট স্কোর করতে হবে। যদি আপনার পয়েন্ট ১০০ হয় তবে আপনি আবেদন করার যোগ্যতা অর্জন করবেন তবে এর হতে যত বেশি আপনার পয়েন্ট স্কোর হবে আপনার এই স্কিমের আওতায় সুযোগ বা নির্বাচিত হবার সম্ভাবনা ততই বাড়বে।
আপনাকে যে সকল ফ্যাক্টর এর উপর বিবেচনা করে পয়েন্ট দেয়া হবে বা স্কোর করবেন, সেগুলো হল…
১। শিক্ষাগত যোগ্যতা
২। ভাষাগত দক্ষতা
৩। উপযোগিতা
নিজেই নিজের পয়েন্ট স্কোর জানুনঃ
১। শিক্ষাগত যোগ্যতাঃ
ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষ এই ব্যপারে সিন্ধান্ত নিবে যে আপনার আদৌ এদুকেশনাল এসেসমেণ্ট প্রয়োজন আছে , না কি নেই। যদি ওরা আপনাকে এসেসমেণ্ট করতে বলে তাহলে আপনাকে তা করতে হবে অন্যথায় প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আপনাকে পয়েন্ট পেতে হলে কমপক্ষে ডেনিশ এডুকেশন লেভেল এর সমমান ব্যচেলর ডিগ্রি এর অধিকারী হতে হবে। অর্থাৎ আপনি যদি নিজ দেশ হতে মাস্টার্স পাস হন তবে তা ওদের দেশের ব্যচেলর এর সমান হবে। তবে বাইরের দেশ হতে অর্জিত ডিগ্রির বেলায় সেটি ভিন্ন।
পিএইচডি বা ডক্টরেট ডিগ্রির জন্য = ৮০ পয়েন্ট।
মাস্টার্স ডিগ্রির জন্য = ৬০ পয়েন্ট।
১ বছরের মাস্টার্স+ব্যাচেলর ডিগ্রির জন্য = ৫০ পয়েন্ট।
৪ বছরের ব্যাচেলর ডিগ্রির জন্য = ৩০ পয়েন্ট।
***বোনাস পয়েন্টঃ সর্বোচ্চ ৫০।
আপনি ৩০ পয়েন্ট বোনাস পেতে পারেন। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা আপনাকে সরাসরি বর্তমানে ডেনিশ পজিটিভ লিস্ট এর যে সকল স্কিলড অকুপেশন ফিল্ড আছে এবং যেখানে বর্তমানে যোগ্য এবং দক্ষ কর্মীর অভাব আছে তার যে কোন একটির সাথে মিলে যায় বা কাজ করতে পারবেন তা প্রমান করে।
যদি আপনি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে আপনার উচ্চ শিক্ষা লাভ কর থাকেন আর এটি যদি রেংকিং এ…
টপ ৪০০ এর ভিতর হয় তবে এক্সট্রা = ১০ পয়েন্ট।
টপ ২০০ এর ভিতর হয় তবে এক্সট্রা = ১৫ পয়েন্ট।
টপ ১০০ এর ভিতর হয় তবে এক্সট্রা = ২০ পয়েন্ট।
শিক্ষা ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ১৩০ পয়েন্ট স্কোর করতে পারবেন।
পয়েন্ট স্কোর দেখতে http://www.nyidanmark.dk/…/coming_to…/work/greencard-scheme/
পজিটিভ লিস্ট দেখতে http://www.nyidanmark.dk/…/posit…/positive_list_overview.htm
টপ ইউনিভার্সিটি দেখতে http://www.topuniversities.com/node/10798/results
২। ভাষাগত দক্ষতাঃ
যদি…আপনি কমপক্ষে ১ বছরের কর্ম অভিজ্ঞতা দেখাতে পারেন যেখানে আপনার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরেজি অথবা আপনি শিক্ষা জীবন এর মাস্টার্স লেভেলটি ইংরেজি মাধ্যমে সম্পন্ন করেছেন তবে সে ক্ষেত্রে আপনার IELTS লাগবে না আর আপনি পয়েন্ট পাবেন ২০।
অথবা আপনার IELTS এ ব্যান্ড স্কোর…
৫ – ৬ থাকে তবে তার জন্য = ২০ পয়েন্ট।
৬.৫ থাকে তবে তার জন্য = ৪০ পয়েন্ট।
***বোনাস পয়েন্টঃ সর্বোচ্চ ৪০।
যদি আপনার সুইডিশ বা ডেনিশ ভাষা জানা থাকে তবে একই নিয়মে আরও ২০ বা ৪০ বোনাস পয়েন্ট সংগ্রহ করতে পারবেন।
ভাষা ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ৮০ পয়েন্ট স্কোর করতে পারবেন।
স্কোর দেখতে http://www.nyidanmark.dk/…/greencard-sch…/language-tests.htm
৩। উপযোগিতাঃ
আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত কোন দেশ, ডেনমার্ক অথবা সুইজারল্যান্ড হতে বৈধ ভাবে লেখাপড়া বা কাজের অভিজ্ঞতার প্রমান স্বরূপ কোন শিক্ষা সনদ বা অভিজ্ঞতা সনদ দেখাতে পারেন তবে পাবেন…
কমপক্ষে ১ বছরের উচ্চ শিক্ষার জন্য = ৫ পয়েন্ট।
কমপক্ষে ৩ বছরের উচ্চ শিক্ষার জন্য = ১০ পয়েন্ট।
অথবা
কমপক্ষে ১ বছরের রেসিডেন্স এবং ওয়ার্ক পারমিট এর জন্য = ৫ পয়েন্ট।
কমপক্ষে ২ বছরের রেসিডেন্স এবং ওয়ার্ক পারমিট এর জন্য = ১০ পয়েন্ট।
***বোনাস পয়েন্টঃ সর্বোচ্চ ৫।
যদি আপনার ডেনিশ ভাষা জানা থাকে আর তা ডেনিশ ল্যাঙ্গুয়েজ স্কিল লেভেল ২ বা তার বেশি হয় তবে আরও ৫ বোনাস পয়েন্ট সংগ্রহ করতে পারবেন।
উপযোগিতা ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ১৫ পয়েন্ট স্কোর করতে পারবেন।
স্কোর দেখতে http://www.nyidanmark.dk/…/greencard-sch…/language-tests.htm
যদি প্রাথমিক ভাবে আপনি ১০০ বা এর বেশি স্কোর করতে পারেন এবং আপনার কাজ ডেনিশ পজিটিভ লিস্ট এর মধ্যে হয়ে থাকে তবে আপনি এর জন্য আবেদন করতে পারেন। তবে এই কথাটি বিশেষ ভাবে খেয়াল রাখবেন যেহেতু ডেনিশ সরকার আপনার কাজের ব্যবস্থা করবে না বরং আপানকেই ঐখানে যাবার পর ৩ বছরের মধ্যে কাজ খোঁজে নিতে হবে সেহেতু ডেনমার্ক গ্রিন কার্ড স্কিম এর আওতায় সুযোগ পেতে হলে আপনাকে নিজের বা পরিবারের ব্যয় নিবারণের জন্য অবশ্যই কমপক্ষে ১ বছরের ব্যাংকিং সলভেন্সি বা ফান্ড দেখাতে হবে।
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্কঃ
১। http://www.nyidanmark.dk/en-us/
২। http://www.nyidanmark.dk/en-us/coming_to_dk/work/work.htm
৩। http://www.nyidanmark.dk/…/greencard-s…/greencard-scheme.htm
৪। http://www.nyidanmark.dk/…/coming…/work/jobseeking-in-dk.htm
৫। http://ufm.dk/…/recognition-and-trans…/regulated-professions
৬। http://ufm.dk/…/regulated-pro…/list-of-regulated-professions
৭। http://www.nyidanmark.dk/…/…/danish-authorisation-doctor.htm
৮। http://www.nyidanmark.dk/…/green…/financial-requirements.htm
৯। http://ufm.dk/…/…/general-assessments-for-specific-countries
১০। http://www.nyidanmark.dk/…/w…/positivelist/positive-list.htm
১১। http://www.nyidanmark.dk/…/posit…/positive_list_overview.htm
১২। http://www.topuniversities.com/qs-world-university-rankings
১৩। http://www.nyidanmark.dk/…/greencard-sch…/language-tests.htm
সবাইকে ধন্যবাদ।
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
ফ্রি অ্যাসেসমেন্ট বা আরও বিস্তারিত জানতে, সঠিক পরামর্শ অথবা সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
সতর্কতাঃ
———–
প্রদত্ত সকল তথ্য সংশ্লিষ্ট সংস্থা বা দেশের বর্তমান ও প্রচলিত আইন বা নিয়ম অনুযায়ী। সংশ্লিষ্ট বিভাগ, সংস্থা বা সরকার তা যে কোন সময় পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এবং বাতিল করতে করতে পারে।
© All Rights Reserved BICAVS 2012-2018