প্রসঙ্গ “আইএলটিএস/ IELTS”

আমার কাছে অনেকেই IELTS এর ব্যাপারে জানতে চান যে উনার জন্য কোন ভার্সনটি প্রযোজ্য। একাডেমিক (AT) না কি জেনারেল (GT) ?

সংক্ষিপ্ত ভাবে এর উত্তর আমি আপনাদের দিলাম।

IELTS প্রধাণত ২ ধরণের বা ভার্সনের হয়ে থাকে,

১। একাডেমিক (Academic Training/AT)
২। জেনারেল (General Training/GT)

কোন ভার্সনটি কার জন্য প্রযোজ্য ?

১। একাডেমিক (Academic Training/AT) আপনার জন্য প্রযোজ্য যদি আপনি,

(ক) বিশ্ববিদ্যালয় এ Under graduation (অনার্স) বা Masters (মাস্টার্স) লেভেল এ পড়তে চান।
(খ) ইংরেজি ভাষা প্রচলিত দেশের কোন পেশাদারী সংগঠন (Professional Organization) এ যোগদান করতে চান।

২। জেনারেল (General Training/GT) আপনার জন্য প্রযোজ্য যদি আপনি,

(ক) ডিগ্রি লেভেল এর নিচে (Below Under graduate level) পড়তে চান বা প্রশিক্ষণ নিতে চান।
(খ) ইংরেজি ভাষা প্রচলিত দেশে কাজ করতে বা কাজ/পেশা সম্বন্ধীয় প্রশিক্ষণ নিতে চান।
(গ) ইংরেজি ভাষা প্রচলিত দেশে অভিবাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বা অভিবাসী হিসেবে যেতে চান।

ব্যতিক্রমঃ

IELTS Life Skills (B1)
এটি কেবল তাদের জন্য যারা বর্তমানে ইংল্যান্ড এ আছেন এবং পার্মানেন্ট রেসিডেন্ট বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন বা নাগরিকত্ব লাভ এর আবেদন করেছেন। আপনার ভিসা বা পার্মানেন্ট রেসিডেন্ট বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন বা নাগরিকত্ব লাভ করার শর্ত হিসেবে নিজের স্পিকিং এবং লিসেনিং দক্ষতা প্রমাণ করতে এই ভার্সন।

IELTS Life Skills (A1)
ইংল্যান্ড এ সেটেল্ড বা স্থায়ী ভাবে বসবাসকারী কোন নাগরিক যদি দেশ হতে বিয়ে করে তার স্ত্রী বা স্বামী নিয়ে যেতে চান অর্থাৎ স্পাউস ভিসা নিয়ে ইংল্যান্ড এ অভিবাসী হিসেবে কেউ যেতে চাইলে তার স্পিকিং এবং লিসেনিং দক্ষতা প্রমাণ করতে এই ভার্সন।

আরও বিস্তারিত জানতে এই লিঙ্ক এ দেখুন…
http://takeielts.britishcouncil.org/…/ielts-academic-or-iel…

সবাইকে ধন্যবাদ।

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

ফ্রি অ্যাসেসমেন্ট বা আরও বিস্তারিত জানতে, সঠিক পরামর্শ অথবা সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সতর্কতাঃ
———–
প্রদত্ত সকল তথ্য সংশ্লিষ্ট সংস্থা বা দেশের বর্তমান ও প্রচলিত আইন বা নিয়ম অনুযায়ী। সংশ্লিষ্ট বিভাগ, সংস্থা বা সরকার তা যে কোন সময় পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এবং বাতিল করতে করতে পারে।

© All Rights Reserved BICAVS 2012-2020

Share On

BICAVS

DISCLAIMER

Due to the periodic changes of information/requirement/document, BICAVS doesn’t provide any confirmation, guarantee or representation, express or implied, that the information contained or referenced herein is completely accurate or final. BICAVS also doesn’t assure the grant of visa for its ‘Visa logistics support’. Visa grant is the distinct decision of embassy or consulate of the respective countries.

RECENT POSTS

POPULAR POSTS