অনেক দিন পর আবারো আপনাদের জন্য কিছু লিখছি। বেশ ভাল লাগছে। যা বলছিলাম, টাইটেল এ যা দেখেছেন তা মোটেও মিথ্যে নয়।
এবার বিস্তারিত বলছি। আপনারা যারা কানাডা নিয়ে ঘাটাঘাটি করেন তা এক্সপ্রেস এন্ট্রি বা ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা নিয়ে তারা সবাই এটি জানেন যে IELTS ছাড়া কানাডাতে কোন ভাবেই যাওয়া সম্ভব নয় (২/১টি ক্ষেত্র ছাড়া)। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলব হ্যাঁ তা এখন সম্ভব। এবং এর জন্য শুধু SSC এবং HSC পর্যন্ত লেখাপড়া থাকলেই চলবে, তবে তা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে এই যা।
যে ভিসার ব্যাপারে আমি আলাপ করছি তা আসলে স্টুডেন্ট ভিসা আর কোর্স হল ডিপ্লোমা ইন অষ্টিওপ্যাথি (ম্যানুয়েল প্র্যাকটিস) অর্থাৎ ফিজিও থ্যারাপির মতই একটি কোর্স যার চাহিদা এখন কেবল শুধু কানাডাতে নয় বরং পুরো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নিউজিল্যান্ড সহ প্রায় বিশ্বের ৫৩ টি দেশে যার সবগুলোই উন্নত বিশ্বের দেশ।
এই কোর্স সম্পন্ন করার পর যখন আপনি সার্টিফিকেট হাতে পাবেন তখন হতেই আপনি কানাডার যে কোন স্টেইট এর কোন প্রাইভেট ক্লিনিক বা হাসপাতাল এ চাকুরি নিয়ে অথবা নিজে একটি থ্যারাপি সেন্টার দিয়ে কানাডার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন আর ৬-১২ মাসের মধ্যে তা পেয়েও যাবেন। আর হ্যাঁ কানাডার নাগরিকত্ব পেতে সর্বোচ্চ ২-৩ বছর বা তারও কম সময় লাগবে।
আপনি চাইলে উন্নত বিশ্বের যে কোন দেশে গিয়েও চাকুরি করতে পারবেন। তবে নিজে থ্যারাপি সেন্টার দিয়ে প্র্যাকটিস করতে চাইলে আপনাকে বিশ্ব অষ্টিওপ্যাথি ম্যানুয়েল প্র্যাকটিস এসোসিয়েশন এর সদস্য পদ নিতে হবে। আর এ জন্য আপনাকে অনলাইন এ একটি মাল্টিপল চয়েস বেইজ পরিক্ষা দিতে হবে।
আপনি জানেন কি ?…
১। বাৎসরিক প্রায় ২৭-৫০ লক্ষ টাকা (50000-90000 $ CAD) আপনি অর্জন করতে পারেন ম্যানুয়েল অষ্টিওপ্যাথি কোর্স সম্পন্ন করার পর। যা করতে আপনার কোন বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস, হেলথ ডিপ্লোমা বা অন্যান্য কোন উচ্চতর ডাক্তারি বা চিকিৎসা বিষয়ক পূর্ব শিক্ষার প্রয়োজন হবে না।
২। CIBC কর্তৃক তালিকাকৃত কানাডার প্রথম ২৫ টি প্রফেশন এর মধ্যে ম্যানুয়েল অষ্টিওপ্যাথি একটি।
৩। ম্যানুয়েল অষ্টিওপ্যাথি প্রফেশন সেক্টর এ বেকারত্বের হার 0% এবং এই কোর্স সম্পন্ন করে যারা কোন ক্লিনিক বা হাসপাতালে চাকুরিতে যোগ দিয়েছেন তারা প্রাথমিক অবস্থায় ঘণ্টায় ৩০ কানাডিয়ান ডলার হিসেবে পারিশ্রমিক পাচ্ছেন। আর যারা নিজেরা তাদের নিজস্ব ক্লিনিক দিয়েছেন তাদের ঘণ্টায় ৮০-১৪০ কানাডিয়ান ডলার করে ফিস নিয়ে থাকেন।
৪। কানাডার অন্টারিও স্তেইট এর লন্ডন শহরের মত অনেক শহরে ম্যানুয়েল অষ্টিওপ্যাথি কোর্স সম্পন্নকারিদের সাক্ষাত পেতে সেবা গ্রহনেচ্ছুক লোকদের বছরের উপরে অপেক্ষা করতে হয়।
৫। এখনো শুধুমাত্র কানাডাতেই কয়েক হাজারের উপরে ম্যানুয়েল অষ্টিওপ্যাথি প্র্যাক্টিশনারের চাহিদা আছে এবং তা প্রতিনিয়ত বাড়ছে।
৬। ম্যানুয়েল অষ্টিওপ্যাথি কোর্স কানাডা ছাড়াও বিশ্বের আরও ৫৪ টি দেশে পড়ানো হয়।
৭। ম্যানুয়েল অষ্টিওপ্যাথি কোর্স সম্পন্নকারিরা কানাডা ছাড়াও বিশ্বের প্রায় সকল দেশে প্র্যাকটিস করতে পারেন।যেমন কানাডার সকল প্রভিন্স, USA এর সকল স্টেইট, অস্ট্রেলিয়া, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা।
৮। কানাডার লোকদের কাছে পছন্দের ১ নাম্বার চিকিৎসা হল ম্যানুয়েল অষ্টিওপ্যাথি।
৯। ম্যানুয়েল অষ্টিওপ্যাথি কোর্সটি অন্টারিও হসপিটাল এসোসিয়েশন এবং কানাডা সরকার স্বীকৃতি প্রাপ্ত।
১০। ম্যানুয়েল অষ্টিওপ্যাথি কোর্সটি বাংলাদেশ ফিজিও থ্যারাপি এসোসিয়েশন এবং স্বাস্থ্য মন্ত্রনালয় স্বীকৃতি প্রাপ্ত।
যারা ডাক্তার, ডেন্টিস্ট, ফিজিওথেরাপিস্ট বা আকুপাংচারিস্ট তারা হয়তো এতক্ষনে বুঝে গেছেন আমি কি নিয়ে আলাপ করছি। আসলে এটি উনাদের ডিপার্টমেন্ট রিলেটেড কি না ?
যাই হোক যারা আমাদের দেশে অনেক ভাল পরিক্ষা দিয়েও মেডিকেল এ চান্স পাননি বা যারা SSC এবং HSC পর্যন্ত বিজ্ঞান বিভাগ হতে পাশ করে বর্তমানে যে কোন বিষয়ে পড়ালেখা করছেন বা সম্পন্ন করে ফেলেছেন তারা সহ যারা MBBS বা DENTIST বা নার্সিং ডিপ্লোমা বা ফিজিওথ্যারাপি ডিপ্লোমা সার্টিফিকেট অর্জন করেছেন কিন্তু; ভাল চাকুরি বা BCS এ চেষ্টা করেও কিছু করতে পারেননি বা স্কিল্ড মাইগ্রেশন অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিতে কানাডা বা অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনার পয়েন্ট স্কোর, IELTS বা অন্য কোন যোগ্যতা না থাকার কারণে কিছু করতে পারছেন না তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ।
এই কোর্সটি সম্পন্ন করতে আপনার, যদি হেলথ ব্যাকগ্রাউন্ড থাকে তবে ৬-১২ মাস সময় লাগবে আর যদি রেগুলার স্টুডেন্ট হন মানে যাদের হেলথ ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু SSC এবং HSC দুটোই বিজ্ঞান বিভাগ হতে সম্পন্ন করেছেন তাদের ১-২ বছর সময় লাগবে। কোর্স এর সময় নির্ভর করে আপনি ফুল-টাইম না কি পার্ট-টাইম কোন পদ্ধতিতে কোর্সটি পড়বেন তার উপর।
যারা হেলথ ব্যাকগ্রাউন্ড নিয়ে এই কোর্সটি সম্পন্ন করতে চান তাদের সবকিছু মিলিয়ে খরছ হবে প্রায় ৯-১০ লক্ষ টাকা বা এর সামান্য কম বেশি। আর যারা হেলথ ব্যাকগ্রাউন্ড ছাড়া কোর্সটি সম্পন্ন করতে চান তাদের সবকিছু মিলিয়ে খরছ হবে প্রায় ১২-১৩ লক্ষ টাকা বা এর সামান্য কম বেশি। আর ব্যাংকে ১২-২০ লক্ষ টাকা ব্যালেন্স দেখালেই চলবে।
সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
ফ্রি অ্যাসেসমেন্ট বা আরও বিস্তারিত জানতে, সঠিক পরামর্শ অথবা সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
সতর্কতাঃ
———–
প্রদত্ত সকল তথ্য সংশ্লিষ্ট সংস্থা বা দেশের বর্তমান ও প্রচলিত আইন বা নিয়ম অনুযায়ী। সংশ্লিষ্ট বিভাগ, সংস্থা বা সরকার তা যে কোন সময় পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এবং বাতিল করতে করতে পারে।
© All Rights Reserved BICAVS 2012-2020