বর্তমান সময়ে বাড়িতে অযথা বসে সময় নষ্ট না করে সময়টাকে একটু কাজে লাগান। মাত্র ১ বছর সময় হাতে নিয়ে প্রস্তুতি শুরু করে দিন। যেমন অনলাইনে IELTS এর প্রিপারেশন নেয়া, ECA করে নেয়া, নিজের যোগ্যতা অনুযায়ী অনলাইনে ফ্রি পরিক্ষা দিয়ে কিছু প্রফেশনাল সার্টিফিকেট নেয়া সহ এমন কিছু যা নতুন প্রগ্রামের আওতায় কানাডাতে যাবার জন্য আপনাকে আর ১০ জনের হতে এগিয়ে রাখবে। এখনই সেরা সময় আপনার জন্য।
Rural & Northern Immigration Pilot (RNIP) প্রোগ্রামটি কমিউনিটি পরিচালিত একটি নতুন মাইগ্রেশন প্রোগ্রাম। এই প্রোগ্রাম এর আওতায় ৫ টি প্রভিন্স আর ১১টি কমিউনিটি আছে। এর মধ্যে যে কোন একটিতে কাজ করতে এবং পরিবারসহ বা একা স্থায়ীভাবে বাস করতে ইচ্ছুক এমন দক্ষ যে কোন দেশের কর্মীরা আবেদন করতে পারবেন।
এই প্রোগ্রাম অন্য সব প্রোগ্রাম এর তুলনায় সুবিধাজনক ও কম সময় লাগে। সব থেকে বড় সুবিধা হলো আপনি একসাথে PR (Permanent Residence) এবং Job নিয়ে যেতে পারবেন, যে সুবিধাটা অন্য প্রোগ্রামগুলোতে নেই বা থাকলেও কিছুটা কঠিন।
এই প্রোগ্রামে কোন বয়সসীমা নির্ধারন করা নেই, নেই কোন লটারী বা পয়েন্ট সিস্টেম। ন্যূনতম কিছু যোগ্যতা থাকলেই আপনি এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
যোগ্যতা গুলো নিম্নরুপঃ
১) ন্যুনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
২) শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম HSC পাশ হতে হবে
৩) IELTS এ মিনিমাম লাগবে স্কোর ৪ হতে হবে ( বাধ্যতামূলক )
৪) ব্যাংকে একটা ফান্ড থাকতে হবে (পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করবে)
আপনি যদি নিজেকে দক্ষ ও যোগ্য মনে করেন, এই প্রোগ্রামে আপনি ফ্যামিলীসহ আবেদন করতেই পারেন। আমরা আপনাকে সকল ধরনের সহযোগিতা প্রদান করবো।
আর হ্যাঁ, মনে রাখবেন দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই আপনি কাঙ্ক্ষিত সফলতা পাবেন এই প্রোগ্রামে। এই প্রক্রিয়া চলাকালীন সময়ে আপনার ধৈর্য ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
এই প্রোগ্রাম সম্পর্কে আরো জানতে কানাডা সরকারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই লিংক হতে
https://www.canada.ca/…/rural-northern-…/pr-eligibility.html
আপনাদের সকলের দীর্ঘায়ু আর মঙ্গল কামনা করি। ভাল থাকবেন।
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
ফ্রি অ্যাসেসমেন্ট বা আরও বিস্তারিত জানতে, সঠিক পরামর্শ অথবা সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
সতর্কতাঃ
———–
প্রদত্ত সকল তথ্য সংশ্লিষ্ট সংস্থা বা দেশের বর্তমান ও প্রচলিত আইন বা নিয়ম অনুযায়ী। সংশ্লিষ্ট বিভাগ, সংস্থা বা সরকার তা যে কোন সময় পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এবং বাতিল করতে করতে পারে।
© All Rights Reserved BICAVS 2012-2020