কানাডিয়ান ভিসা (ওয়ার্ক এবং রেসিডেন্স পারমিট) স্কিল্ড মাইগ্রেসন বা এক্সপ্রেস এন্ট্রি’তে আবেদন করার বিস্তারিত।

গত সপ্তাহে আমাদের অফিসিয়াল পেইজ এ পর্তুগালের ইমিগ্রেসন সংক্রান্ত বিস্তারিত পোস্ট দেবার পর কিছুদিন আগে যখন কানাডা এর ব্যাপারেও একই রকম আরও একটি পোস্ট আসবে বলে স্ট্যাটাস দিয়েছিলাম তখন অনেকেই এ ব্যাপারে ইউকে, ইউএসএ হতে ফোন করে এবং অনেকে আমাদের ফেইসবুক এ ইনবক্স এ মেসেজ দিয়ে এ ব্যাপারে বিশদ জানতে আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য সবাইকেই আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের আগ্রহ আর অনুপ্রেরণা না পেলে হয়তো এই অসুস্থ শরীর নিয়ে কানাডার ব্যাপারে লিখতে বসতাম না।

এক্সপ্রেস এন্ট্রি।
– – – – – – – – – – –
(http://www.cic.gc.ca/en…/immigrate/express/express-entry.asp)

এবং

(http://www.cic.gc.ca/english/immigrate/skilled/index.asp)

এই পর্বে আমি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে বিশদ আলোচনা করব। যাতে করে আপনি/আপনারা চাইলেই সহজে এখন হতে নিজেই নিজের ফাইলটি প্রসেস করতে এমনকি শুরু হতে শেষ পর্যন্ত ঘরে বসে নিজেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। (এই পোস্টটি পাবলিশড হবার পর আমি নিশ্চিত অনেক গালাগালি পূর্ণ এবং হুমকি মূলক মেসেজ আর ফোন আসবে !!)

যাই হোক। কানাডা যাবার কথা উঠলেই আমরা যা ভাবি তা হল স্কিল্ড মাইগ্রেসন বা এক্সপ্রেস এন্ট্রি। আর তা গত বেশ কয়েক বছর ধরে আমাদের দেশ সহ এশিয়ার অনেক দেশেই কানাডিয়ান সরকার চালু রেখেছে। তবে গুরুত্বপূর্ণ কথা হল, হয়তো অদূর ভবিষ্যতে এই সুযোগটি কানাডা সরকার বন্ধ করে দিতে পারে, ঠিক যেভাবে অস্ট্রেলিয়া আর আমেরিকা সরকার তা বন্ধ করে দিয়েছে। আমার মতে স্কিল্ড মাইগ্রেসন বা এক্সপ্রেস এন্ট্রি বন্ধ করার সব থেকে বড় কারণ হবে আমাদের দেশের নামিদামি তথাকথিত অনেক ইমিগ্রেসন এডভাইজরি ফার্ম, যারা বিপুল পরিমান টাকার বিনিময়ে প্রার্থীদের ফাইল প্রসেস করে থাকে। না ; এতে আমি দোষের কিছু দেখতাম না যদি না তারা তাদের লোভ কে একটু সামাল দিতেন। কারণ আপনার দেয়া সকল কাগজ শুধু মাত্র প্রসেস করে দিয়ে ৮,১০,১২ বা ১৪ লক্ষ টাকা ভিসা হবার সার্ভিস চার্জ হিসেবে তাদের নেয়াটা কতখানি যুক্তিযুক্ত তা আমার জানা নেই। তাছাড়া যেখানে স্বয়ং কানাডা সরকার কানাডায় যেতে আগ্রহী প্রত্যেক আবেদনকারীকে তার নিজের ফাইলটি নিজে প্রসেস করার জন্য বলেছে

(http://www.cic.gc.ca/…/informati…/protection/fraud/index.asp)

এবং

(http://www.cic.gc.ca/e…/information/representative/index.asp)

সেখানে আমরা লেখাপড়া জেনেও কেন অন্যদের দিয়ে তা প্রসেস করাই তা আমার বোধগম্য নয়। তবে কিছু ক্ষেত্রে কানাডা সরকার প্রার্থীর আবেদন করতে করণীয় এবং তা (ইংরেজি ভাষা) ভালভাবে বুঝিয়ে দেবার জন্য বৈধ ভাবে একজন (প্রার্থীর অনুমতি সাপেক্ষে) রিপ্রেজেন্টেটিভ রাখার অনুমতি

(http://www.cic.gc.ca/…/disappearing-act/disappearing-act.asp)

দিয়ে থাকে এবং এর জন্যও আপনাকে অবশ্যই তা নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ করে অনুমতি নিতে হবে

(http://www.cic.gc.ca/…/info…/applications/representative.asp)

এবং এই ক্ষেত্রে কানাডা সরকার বা ইমিগ্রেসন কতৃপক্ষ কিছু বাধ্যবাধকতা দিয়ে দিয়েছে যে, আপনার মনোনীত প্রতিনিধি কি করতে পারবে আর কি করতে পারবে না ।

(http://www.cic.gc.ca/…/informati…/representative/do-dont.asp)।

আপনার মনোনীত প্রতিনিধি বৈধ কি না তা যাচাই করুন এখানে

(http://www.cic.gc.ca/…/inform…/representative/verify-rep.asp)।

অস্বীকার করব না যেহেতু আমি নিজেও বৈধভাবে বিদেশে যাওয়ার ব্যাপারে সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকি (জব/স্টুডেন্ট/ভিজিট/সেটেলমেন্ট) সেহেতু গত ১১ বছরে নিজের অভিজ্ঞতা হতে দেখেছি অনেকেই আমার কাছে এসে বলেন আপনি সকল কাজ করে দেন আমি শুধু টাকা দিব। তখন খুব খারাপ লাগে এই ভেবে যে, আমরা কেবল মুখে বলি আমাদের টাকা নেই, অর্থনৈতিক মন্দা ইত্যাদি কিন্তু; বিদেশ যাবার বেলায় টাকার কোন সমস্যা থাকে না আর মজার ব্যাপার হল দু’হাত ঢেলে এজেন্টকে টাকা দিতে কোন কষ্টও লাগে না। এজেন্ট অথবা ইমিগ্রেসন এডভাইজরি ফার্ম এর সহযোগিতা নেয়া আমি ব্যাক্তিগত ভাবে তখনি সমর্থন করি যখন আপনি জব, স্টুডেন্ট, সেটেলমেন্ট, ভিজিট ভিসা এই ধরনের কোন ক্যাটাগরিতে বিদেশ যেতে চান অথবা আপিল এর জন্য আইনি লড়াই চালানো বা পুনরায় আবেদন করার প্রয়োজনীয়তা বোধ করেন। হোক তা লেখাপড়া, চাকুরি অথবা বিয়ে করে সেটেল্ড হওয়ার নিমিত্তে।

আসল কথায় আসা যাক। স্কিল্ড মাইগ্রেসন এর নিয়ম বর্তমানে ২০১৫ হতে (২০১৩/১৪ এর পর) অনেকটাই পরিবর্তন করা হয়েছে। যেমন আগে IELTS বা Language Proficiency লাগত না কিন্তু এখন তা লাগে এবং তা ছাড়া আবেদন করা যাবে না। আপনি কানাডার এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম এর জন্য যোগ্য কি না তা এখানে চেক করুন।

(http://www.cic.gc.ca/ctc-vac/ee-start.asp)

এবং

(http://www.cic.gc.ca/…/immigr…/skilled/apply-who-express.asp)।

শুধু তাই না এতে আপনাকে কমপক্ষে ৬ পয়েন্ট ব্যান্ড স্কোর করতে হবে, না হলে হবে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন না। আরও সমস্যা হল কানাডা সরকার প্রতি বছর/সেশন এর প্রোগ্রাম শেষ করার পরই নতুন জব লিস্ট বহাল করে যার ফলে এইবার সামাজিক কার্যক্রম, সাংবাদিকতা, আইসিটি এবং টেকনিক্যাল গ্রুপ এর অনেক ক্যাটাগরি বাদ পড়েছে। আবার এটা পয়েন্ট বেইস সিস্টেম হওয়ায় এতে আপনাকে পূর্নাঙ্গ আবেদন করার আগে প্রি-এসেসমেণ্ট করতে হয়। যার ফলে অনেকে প্রাথমিক পর্যায়েই বাদ পরে যান। আর এই প্রোগ্রামটি রেংকিং সিস্টেম

(http://www.cic.gc.ca/english/express-entry/criteria-crs.asp)

হবার কারণে এটা পূর্বের তুলনায় একটু জটিল। তাছাড়া এই প্রোগ্রাম এর ৩ টি অংশ আছে

১। ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রাম (http://www.cic.gc.ca/english/immigrate/skilled/apply-who.asp)

২। ফেডারেল স্কিল্ড ট্রেড প্রোগ্রাম (http://www.cic.gc.ca/english/immigrate/trades/apply-who.asp)

৩। কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস (http://www.cic.gc.ca/english/immigrate/cec/apply-who.asp)।

উল্লেখ্য যে আমাদের দেশ হতে সাধারণত ১ নং ক্যাটাগরিতেই বেশি আবেদন করা হয়ে থাকে। তবে কোন কোন ক্ষেত্রে ২ নং কেতাগরিতেও আবেদন করা হয়। কিন্তু ৩ নং ক্যাটাগরিটি কেবল তাদের জন্যই প্রযোজ্য যারা বিগত ৩ বছর ধরে কানাডাতে বসবাস করছেন এবং তার কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা (দৈনিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে ১ দিন ছুটি ধরে) বা ৩ বছরে পার্ট টাইম কাজের অভিজ্ঞতা যা কর্ম ঘণ্টা হিসেবে ১ বছরের পূর্ণ কাজের সমান।

এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম এ আবেদন এবং ধাপ সমূহঃ

এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম এ আপনাকে মোট ৩ টি বিষয়ের উপর ভিত্তি করে আপনি যোগ্য কি না তা বিচার করা হয়। এতে আপনি একা বা আপনার স্ত্রী সহ বা পুরো পরিবার আবেদন করতে পারবেন। আপনার দেয়া তথ্যের উপর ভিত্তি করে আপনাকে তারা প্রাথমিক ভাবে ‘পটেনশিয়াল’ পুল এ রাখবে এবং প্রতি ৩ মাস পর পর পুলের নির্দিষ্ট আবেদনকারী যারা প্রাথমিক বাছাই এ স্থান পেয়েছেন তাদের কে রেংকিং বা প্রাপ্ত পয়েন্ট এর উপর ভিত্তি করে ফাইনাল আবেদন করতে বলা হবে।
আরও গুছিয়ে বললে মোট ৭ টি ফ্যাক্টর এর নির্ভর করবে আপনার আবেদনের ভবিষ্যৎ। ১। ভাষাগত দক্ষতা ২। শিক্ষাগত যোগ্যতা ৩। কর্ম অভিজ্ঞতা ৪। বয়স ৫। বৈধ কাজের অফার ৬। অভিভাসনের ধরন এবং ৭। আর্থিক সচ্ছলতা।

আমি ধাপ সমূহ সংক্ষেপে নিম্নে ক্রমানুসারে দিলাম…

১। আপনি এই প্রোগ্রাম এর জন্য Eligible as a Skilled Candidate বা যোগ্য কি না তা যাচাই করুন।(http://www.cic.gc.ca/english/immigrate/skilled/index.asp) এবং (http://onlineservices-servicesenligne.cic.gc.ca/…/eapp.do;j…)

২। আপনি নিজের পয়েন্ট কত তা দেখতে বা প্রাথমিক ধারনা পেতে চাইলে যাচাই করুণ। http://www.cic.gc.ca/english/express-entry/grid-crs.asp#a1

৩। এই প্রোগ্রাম এর আওতায় নিজেকে Be a Candidate বা একজন আবেদনকারী হিসেবে মনোনীত করতে চাইলে কি করতে হবে তা যাচাই করুন।(http://www.cic.gc.ca/english/immigrate/skilled/candidate.asp)

৪। আপনি এই প্রোগ্রাম এর প্রাথমিক ৩ টি ক্যাটাগরির মধ্যে Apply for Which Category বা কোন ক্যাটাগরির জন্য যোগ্য তা ঠিক করুন। (http://www.cic.gc.ca/…/immigr…/skilled/apply-who-express.asp)

৫। প্রাথমিক ক্যাটাগরি নির্দিষ্ট করার পর Get NOC Level & Points বা আপনার বর্তমান কাজ প্রোগ্রাম লিস্টেড কি না ? এবং কোন লেভেল বা আপনি উক্ত কাজের বিপরীতে কত পয়েন্ট পেতে পারেন তা যাচাই করুন, কারণ এর উপর ভিত্তি করে আপনি পয়েন্ট স্কোর করবেন। (http://www.cic.gc.ca/english/immigrate/skilled/noc.asp)

৬। Test Language Proficiency বা আপনার ভাষাগত দক্ষতা প্রমানে কতখানি পয়েন্ট পেতে হবে তা যাচাই করুন।(http://www.cic.gc.ca/english/immigrate/skilled/language.asp)

৭। Which Language Test are Accepted & How much points you have to Score বা এই প্রোগ্রাম এর জন্য কোন কোন ভাষা দক্ষতা পরিক্ষা গ্রহণযোগ্য তা যাচাই করুন এবং কত পয়েন্ট স্কোর করতে হবে বা থাকতে হবে তাও দেখুন।(http://www.cic.gc.ca/…/immigra…/skilled/language-testing.asp)

৮। Assesment for Educational Credential (ECA) বা আপনার শিক্ষাগত যোগ্যতা কানাডিয়ান সরকার কর্তৃক গ্রহণযোগ্য এবং সমমান কি না ? যাচাই করুন।(http://www.cic.gc.ca/engli…/immigrate/skilled/assessment.asp) এবং দেশের শিক্ষাগত যোগ্যতা কানাডার সমমান সার্টিফিকেট এর প্রাপ্তির জন্য দেখুন এবং যে কোন একটিতে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে ফিস প্রদান পূর্বক সার্টিফিকেট প্রাপ্তির জন্য আবেদন করুন।(http://learn.utoronto.ca/…/comparative-educatio…/immigration) বা (http://www.icascanada.ca/fsw/home.aspx) বা (http://www.wes.org/ca/fswp/)

উপরের এই ৭ টি ধাপ হল প্রাথমিক যা বা যেগুলো আপনার হাতের কাছে তৈরি না থাকলে আপনার আবেদন করার প্রয়োজন নেই। যদি এই সবকটি কাগজই আপনার রেডি থাকে তাহলেই কেবল মাত্র আপনি এক্সপ্রেস এন্ট্রির জন্য আবেদন করতে পারেন। এখানে মনে রাখা দরকার ১ হতে ৫ নং ধাপ পর্যন্ত আপনার কোন টাকা খরচ হবে না। তবে ধাপ ৬ আগে সম্পূর্ণ করে নেওয়া ভাল এবং এতে আপনার আনুমানিক ১৫ হাজার টাকার মত (কম বা বেশি) খরচ হবে। যদি ধাপ ৬ এর জন্য আপনার ভাল প্রস্তুতি না থাকে তবে সময় নিয়ে ভালভাবে পরিক্ষা দিন, যেন একবারেই ৬ স্কোর করতে পারেন। আবার ধাপ ৭ এর জন্য আপনার টাকা খরচ হবে এবং তা ধাপ ৬ পর্যন্ত সম্পূর্ণ করার পরই করতে দেয়া ভাল বলে আমি মনে করি। ৭ নং ধাপটি সম্পূর্ণ করতে আপনাকে ডেবিট বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে ফিস জমা করতে হবে। সুতরাং দেশের বাইরে আপনার আত্মীয়স্বজন বা কাছের বন্ধু থাকলে তাদের সাহায্য নিন। কেননা আমাদের দেশ যতই ডিজিটাল হোক না কেন এখন পর্যন্ত অনলাইন শপিং এর জন্য বা অন্য প্রয়োজনে ইন্টারন্যাশনাল ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যাবহার করার কোন সুযোগ এখনো আমাদের নেই।

উক্ত ধাপগুলো সম্পন্ন করার পর এবং Come Canada Tools এর মাধ্যমে প্রাথমিক এসেসমেণ্ট (অনলাইন ইভালুয়েসন রিপোর্ট/ http://www.cic.gc.ca/ctc-vac/ee-start.asp) এর রেজাল্ট ভাল হলে আপনি যে কোড বা রেফারেন্স নাম্বারটি পাবেন তা সংরক্ষন করুণ। কেননা এর রেফারেন্স বা সাহায্যে আপনাকে ফাইনাল আবেদন ফর্ম পূরণ করতে হবে। মনে রাখবেন প্রাথমিক আবেদন এ আপনি যে ইনফরমেশন দিবেন তা পরবর্তীতে আপনার ফাইনাল আবেদন এর সময় এই কোড প্রবেশ করানোর সাথে সাথেই চলে আসবে যা আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না। তাই ভাল করে প্রথম ৭ টি ধাপ সম্পন্ন করার পরই কেবল ৮ম ধাপটি অনুসরন করুন। আবার ৮ম ধাপটি সম্পন্ন না করে আপনি সরাসরি ৯ম ধাপে যেতে পারবেন না। কেননা আপনার কোড বা রেফারেন্স নাম্বারটা লাগবেই আর তা ৮ম ধাপেই আপনি একবারই তা পাবেন। কোন অবস্থাতেই কোন মিথ্যা তথ্য প্রদান করবেন না। কেননা আপনার দেয়া প্রতিটা তথ্যই অনেক ধাপে যাচাই করা হবে এবং প্রদত্ত তথ্যের বিপরীতে আপনাকে প্রমানিক ডকুমেণ্টস সাবমিট করতে হবে।

৯। Come Canada Tools বা প্রাথমিক আবেদন করুন এখানে। (http://onlineservices-servicesenligne.cic.gc.ca/…/eapp.do;j…)

১০। MyCIC বা আপনার ব্যাক্তিগত প্রোফাইল তৈরি করুন।(http://www.cic.gc.ca/english/immigrate/skilled/profile.asp) বা (http://www.cic.gc.ca/english/e-services/mycic.asp#login)

১১। MyCIC Fees Payment বা আপনার ফিস জমা দিন।(http://www.cic.gc.ca/english/information/fees/index.asp) বা (http://www.cic.gc.ca/english/information/fees/result.asp…)

১২। Register to Job Bank বা আপনার আবেদনটি শেষ এবং সঠিক ভাবে সম্পন্ন করার জন্য জব ব্যাংক এ রেজিস্টার করুন।(http://www.jobbank.gc.ca/home-eng.do?lang=eng)

১৩। If you need to Change Address or Eligible & How (if need so) বা আবেদন প্রক্রিয়াধীন থাকাবস্থায় যদি সঙ্গত কারণে আপনার ঠিকানা পরিবর্তন করতে হয় বা করতে চান তাহলে এখানে তা সম্পন্ন করুন।(http://www.cic.gc.ca/english/information/change-address.asp)

উপরোক্ত ধাপগুলো সম্পন্ন করার পর আপনাকে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে। তবে অপেক্ষার সময়টা কত দীর্ঘ হবে তা নির্ভর করে আপনার মোট পয়েন্ট স্কোর এর উপর। যদি আপনি ৬০০ পয়েন্ট এর কাছাকাছি মানে ৫০০ এর যত উপরে থাকবেন আপনার ITA বা ইনভাইটেশন টু এপ্লাই তত তাড়াতাড়ি আসবে। ধাপ ৮ এ আপনার কোন টাকা লাগবে না। ধাপ ৯ এ আপনাকে আনুমানিক ৩০ হাজার টাকা আপনার একাউণ্ট রেজিস্ট্রেশন এবং এপ্লিকেশন ফিস হিসেবে জমা দিতে হবে। আপনার প্রোফাইল তৈরি হবার পর আপনাকে ১১তম ধাপটি সম্পূর্ণ করতে হবে যদি না আপনি ইতোমধ্যে কোন জব অফার লেটার কানাডা অবস্থিত কোন কোম্পানি হতে পেয়ে না থাকেন। মনে রাখবেন যদি আপনার কাছে কোন জব অফার লেটার না থাকে এবং তা LMO বা লেবার মার্কেট অপিনিয়ন সার্টিফিকেট প্রাপ্ত বা স্বীকৃত না হয় তাহলে আপনাকে ১১তম ধাপটি অবশ্যই সম্পূর্ণ করতে হবে। আর যদি আপনি ১০ম ধাপটি সম্পূর্ণ করে ১১তম ধাপটি সম্পূর্ণ না করেন তবে ৩০ দিন পর আপনার আবেদনটি আপনা আপনিই বাতিল হয়ে যাবে এবং আপনাকে ৬ মাস পর পুনরায় নতুন করে আবেদন করতে হবে। যদি আপনি আবেদন প্রক্রিয়াধিন থাকাকালীন সময়ে আপনার স্থায়ী বা বর্তমান কোন ঠিকানা পরিবর্তন করতে চান বা একান্ত করতে হয় তবে ১২তম ধাপে গিয়ে তা করুন এবং তা কানাডা হোম অফিস, স্থানীয় এম্বাসি বা কনস্যুলেট অফিস এবং ইমিগ্রেসন অথরিটি’কে অবহিত করুন। আপনি অনলাইন এ তা করলে আপনা আপনিই সব বিভাগই জেনে যাবে।

আপনি যখন MyCIC আকাউণ্ট তৈরি করে ফেলবেন তখন হতে পরবর্তী ৬০ দিনের মধ্যে আপনাকে প্রদত্ত লিংক অনুযায়ী Permanent Residency এর জন্য আবেদন করতে হবে। অন্যথায় আপনার MyCIC একাউণ্টটি বাতিল হয়ে যাবে। তাই আমার মতে আপনি MyCIC প্রোফাইলটি তৈরি করার আগে নিম্ন কাগজ পত্রগুলো ঠিক ভাবে তৈরি এবং গুছিয়ে নিয়ে তারপর আবেদন করা ভাল। তাছাড়া Permanent Residency তে আবেদন করার জন্য আপনার আবেদনের সাথে প্রমানিক দলিল স্বরূপ যে সকল সাপোর্টিং ডকুমেণ্টস সাবমিট করবেন তার সবগুলো ডিজিটাল স্কেনার এ স্ক্যান করে জেপিজি বা পিডিএফ ফরম্যাট এ সেইভ করে রাখবেন। আপনার যে সকল কাগজ Permanent Residency এর সাথে জমা বা এটাচ করে দিতে হবে….১। Passport(MRP)২।Language Test Cerificate ৩। Written Job Offer Letter (if have one) ৪। Provincial Nominee (if have one) ৫।Proof of Funds or Bank Solvency & Statement ( for Individual aprox 11,931 CAD or 7,15,860 BDT & for Multiple prox/if 2 Pax 14,853 CAD or 8,91,180 BDT/if 3 Pax 18,260 CAD or 10,95,600 BDT) ৬। other Documents in Document Check list ৭। Educational Credential Assesment (ECA) ৮। Police Clearence Certificate ৯। Work Experience Certificate ১০। Medical Exam (pls don’t if you didn’t get an ITA) ইত্যাদি।

আপনার Permanent Residency আবেদনটি সম্পূর্ণ করার পর আপনি এক্সপ্রেস এন্ট্রি পুল বা বাছাইকৃত যোগ্য প্রার্থী তালিকাতে থাকবেন। সেখান হতে আপনাকে বা আর সবাইকে পয়েন্ট এর ভিত্তিতে প্রতি ৩/৬ অন্তর অন্তর পর্যায়ক্রমে ডাকা হবে। পুল এ থাকালিন অবস্থায় আপনি যোগ্যতর বিবেচিত হতে আপনাকে ITA বা ইনভাইটেশন টু এপ্লাই লেটার ইস্যু করা হবে। এটি হাতে আসার পর আপনাকে Permanent Residency এর আবেদনটি করতে হবে।( http://www.cic.gc.ca/english/immigrate/skilled/apply-how.asp) আপনার ITA বা ইনভাইটেশন টু এপ্লাই লেটার’টি মাত্র ৬০ দিনের জন্য ভ্যালিড থাকবে। তাই আপনাকে এর মধ্যেই আবেদন করতে হবে। কোন অবস্থাতেই মিথ্যা বা ভুল তথ্য দিবেন না। এবং পূর্বের দেয়া তথ্যের সাথে মিল রেখে প্রতিবারই তথ্য প্রদান করুন (ভাল হয় যদি আপনি প্রতিটি ধাপের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর তা প্রিন্ট বা সফট ফরম্যাট এ সেইভ করে রাখেন)। আবেদন পত্রের প্রতিটি জায়গা পূরণ করুন। আপনার আবেদন পত্রের অবশ্য পূরণীয় বা Mendatory Field গুলো কোন অবস্থাতেই খালি রাখা যাবে না। অন্যথায় আপনার আবেদন গ্রহণ করা হবে না। অনলাইন এ আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং তা সিস্টেম কতৃক গৃহীত হবার পর আপনার জন্য সিস্টেম নিজে হতে একটি চেকলিস্ট তৈরি করে দিবে (http://www.cic.gc.ca/english/immigrate/skilled/apply-how.asp)। লিস্ট অনুযায়ী আপনাকে এই সকল কাগজগুলো Upload করতে হবে। একটি জিনিস ভাল করে খেয়াল রাখবেন আপনার পুলিশ সার্টিফিকেট অবশ্যই লাগবে আর সাথে আপনার অভিজ্ঞতা সনদও। তাই এই দুটি কাগজ আগে হতেই জোগাড় করে রাখুন কেননা পুলিশ সার্টিফিকেট পেতে ১/২ মাস বা তারও বেশি সময় লেগে যায়। মনে রাখবেন পুলিশ সার্টিফিকেট কখনোই লোকাল থানা হতে এনে দিবেন না। আপনার আবেদনের জন্য অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতৃক ইস্যু কৃত পুলিশ সার্টিফিকেট দিবেন, যা আইনত বৈধ এবং সরকার কতৃক অনুমোদিত (এটি পেতে আমার সাথে যোগাযোগ করুন)। আবেদনের এই স্থানে আপনি দেখবেন শুধু পুলিশ সার্টিফিকেট এটাচ করার জায়গা আছে কিন্তু; আপনাকে অভিজ্ঞতা সনদও এটাচ করতে হবে। চিন্তার কিছু নেই আপনি এই দুটি কাগজ একত্রে পিডিএফ বা জেপিজি করে একসাথে আপলোড করুন। কি কি কাগজ এই ধাপে আপনার দরকার হতে পারে তা আগেই বলে দিয়েছি, সুতরাং সেই অনুযায়ী ব্যবস্থা নিন। তারপর আপনার ফিস জমা দিন (Per Pax 490 CAD or 30,000 BDT) আপনার যদি Dependent Child থাকে তবে তার জন্য কোন ফিস লাগবে না। তবে এক্ষেত্রে শর্ত থাকে যে বাচ্চার বয়স ২২ বছরের ভিতর এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। তবে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এ আপনি কতজন এর জন্য আবেদন করছেন তার উপর ভিত্তি করে ফান্ড দেখাতে হবে। আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আপনাকে ফলাফলের জন্য ৬ মাস হতে ১ বছর বা কোন কোন ক্ষেত্রে তারও বেশি সময় অপেক্ষা করা লাগতে পারে।

এই শেষতম ধাপটি সঠিক ভাবে সমাপ্ত করার পর যদি আপনার আবেদন কানাডা সরকার গ্রহণ করে তবে আপনাকে আপনার MyCIC একাউণ্ট এ নোটিফাই করে বা আপনার ইমেইল এ মেইল এর মাধ্যমে জানাবে। তারপর আপনাকে মেডিকেল পরিক্ষা করার জন্য বলা হবে।
এই সর্বশেষ ধাপটিও যদি আপনি সম্পন্ন করে ফেলেন তখন আপনাকে কানাডা আসার জন্য বলা হবে এবং আপনি সাথে করে কিছু টাকা নিয়ে যেতে পারবেন। তবে যদি তা ১০ হাজার কানাডিয়ান ডলার এর বেশি হয় তবে তা আপনাকে কানাডিয়ান কাস্টমস বিভাগকে এয়ারপোর্ট এ জানাতে হবে বা Declare করতে হবে। যদি তা না করেন এবং আপানার কাছে উক্ত পরিমানের হতে বেশি টাকা পাওয়া যায় তবে আপনাকে জেল এ প্রেরণ করা হবে।

কিছু গুরুত্বপূর্ণ লিংকঃ

১। http://www.cic.gc.ca/english/immigrate/skilled/index.asp
২। http://www.cic.gc.ca/english/immigrate/skilled/candidate.asp
৩। http://www.cic.gc.ca/english/immigrate/skilled/apply-how.asp
৪। http://www.cic.gc.ca/english/information/times/perm-ec.asp
৫। http://www.cic.gc.ca/engli…/immigrate/skilled/next_steps.asp
৬। http://www.cic.gc.ca/english/immigrate/skilled/arrival.asp
৭। http://www.cic.gc.ca/…/immigr…/skilled/instruction-guide.asp
৮। http://www.cic.gc.ca/english/helpcentre/glossary.asp…
৯। http://www.cic.gc.ca/english/express-entry/grid-crs.asp#a1

বিঃদ্রঃ যদি এই ব্যাপারে আরও বিশদ ভাবে জানতে চান বা সঠিক পরামর্শ চান অথবা আপনার যে কোন সাহায্যের প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন বা আমাদের পেইজ এ লাইক দিয়ে ইনবক্স এ আপনার প্রশ্নটি মেসেজ করুন। আপনি চাইলে আমাকে ফোন বা ইমেইল করতে পারেন।

সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

ফ্রি অ্যাসেসমেন্ট বা আরও বিস্তারিত জানতে, সঠিক পরামর্শ অথবা সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সতর্কতাঃ
———–
প্রদত্ত সকল তথ্য সংশ্লিষ্ট সংস্থা বা দেশের বর্তমান ও প্রচলিত আইন বা নিয়ম অনুযায়ী। সংশ্লিষ্ট বিভাগ, সংস্থা বা সরকার তা যে কোন সময় পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এবং বাতিল করতে করতে পারে।

© All Rights Reserved BICAVS 2012-2018

Share On

BICAVS

DISCLAIMER

Due to the periodic changes of information/requirement/document, BICAVS doesn’t provide any confirmation, guarantee or representation, express or implied, that the information contained or referenced herein is completely accurate or final. BICAVS also doesn’t assure the grant of visa for its ‘Visa logistics support’. Visa grant is the distinct decision of embassy or consulate of the respective countries.

RECENT POSTS

POPULAR POSTS